শনিবার, ৮ এপ্রিল, ২০১৭

সুন্নী সংগ্রাম ঐক্য পরিষদ , বাংলাদেশ

অনেকেই বলে মাজহাব কেন মানব!, তারাকী নিচে বর্ণিত আলেমদের চেয়ে কোরআন, হাদীস বেশি বুঝেন?
হাদীস সংকলগণের মাযহাবী অবস্থান;


১। ইমাম বুখারী রহঃ শাফেয়ী মাজহাবের অনুসারী।
সুত্রঃ নবাব ছিদ্দিক
হাসান খান লিখিত
আবজাদুল উলুম
পৃষ্ঠা নং ৮১০,
আলহিত্তা পৃষ্ঠা নং ২৮৩। শাহ ওয়ালিউল্লাহ
রহঃ লিখিত আল-ইনসাফ
পৃষ্ঠা নং ৬৭।
আল্লামা তাজ উদ্দীন
সুবকী রহঃ লিখিত
ত্ববকাতুশ
শাফেয়ী পৃষ্ঠা নং ২/২।



২। ইমাম মুসলিম রহঃ শাফেয়ী মাজহাবের অনুসারী।
সুত্রঃ ছিদ্দিক হাঃ খান লিখিত আল-
হিত্তা পৃষ্ঠা নং ২২৮।


৩। ইমাম তিরমিজী নিজে মুজ্তাহিদ ছিলেন। তবে হানাফী ও হাম্বলী মাজহাবের প্রতি 

আকৃষ্ট ছিলেন। সুত্রঃ শা ওয়ালিউল্লাহ রহঃ লিখিত আল-ইনসাফ পৃষ্ঠা নং ৭৯।



৪। ইমাম নাসাঈ
শাফেয়ী মাজহাবের
অনুসারী ছিলেন।
সুত্রঃ নওয়াব সিদ্দীক হাসান খান লিখিত আল-
হিত্তা পৃষ্ঠা নং ২৯৩।


৫। ইমাম আবুদাউদ
রহঃ শাফেয়ী।
সুত্রঃ আল-
হিত্তা পৃষ্ঠা নং ২২৮।
 আল্লামা আনোয়ার শাহ
কাশ্মিরী রহঃ ইবনে তাইমিয়ার
উদ্দৃতি দিয়ে ফয়জুল
বারী ১/৫৮ তে ইমাম
আবুদাউদ
রহঃ কে হাম্বলী বলে উল্যেখ করেছেন।


৬। ইমাম ইবনে মাজাহ

শাফেয়ী মাজহাবের
অনুসারী।
সুত্রঃ ফয়জুল বারী ১/৫৮।



এ গেল ছিহাহ ছিত্তার ইমামগণের মাজহাব।
অন্যান্য ইমামগণের
মাজহাব নবাব ছিদ্দীক
হাসান খান সাহেবের আল- হিত্তা থেকে।
╚►৭। মিশকাত শরিফ
প্রণেতা শাফেয়ী, পৃঃ ১৩৫ ╚►৮। ইমাম
খাত্তাবী রহঃ শাফেয়ী,
পৃঃ ১৩৫
╚►৯। ইমাম
নববী রহঃ শাফেয়ী,
পৃঃ ১৩৫
╚►১০। ইমাম
বাগভী রহঃ শাফেয়ী,
পৃঃ ১৩৮
╚►১১। ইমাম
ত্বহাবী হাম্বলী, পৃঃ১৩৫ ╚►১২। বড় পীর
আঃ কাদের
জিলানী রহঃ হাম্বলী,
পৃঃ ৩০০
╚►১৩। ইমাম
ইবনে তাইমিয়া হাম্বলী,
পৃঃ ১৬৮
╚►১৪। ইবনে কায়্যিম
রহঃ হাম্বলী, পৃঃ১৬৮
╚►১৫। ইমাম আঃ বার
রহঃ মালেকী, পৃঃ১৩৫
╚►১৬। ইমাম আঃ হক
রহঃ হানাফী, পৃঃ১৬০
╚►১৭। শাহ ওয়ালিউল্লাহ
রহঃ হানাফী,
পৃঃ ১৬০-১৬৩
╚►১৮। ইমাম
ইবনে বাত্তাল মালেকী, পৃঃ২১৩
╚►১৯। ইমাম
হালাবী রহঃ হানাফী পৃঃ২১৩ ╚►২০। ইমাম
শামসুদ্দীন
আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে আব্দুদদায়েম
রহঃ শাফেয়ী, পৃঃ২১৫
╚►২১। ইমাম বদরুদ্দীন
আঈনী রহঃ হানাফী,
পৃঃ২১৬
╚►২২। ইমাম
যারকানী রহঃ শাফেয়ী,
পৃঃ ২১৭
╚►২৩। ইমাম
ক্বাজী মুহিব্বুদ্দীন হাম্বলী, পৃঃ ২১৮
╚►২৪। ইমাম ইবনে রজব হাম্বলী, পৃঃ২১৯
╚►২৫। ইমাম
বুলকিনী শাফেয়ী, পৃঃ ২১৯ ╚►২৬। ইমাম
মার্যুকী মালেকী পৃঃ ২২০ ╚►২৭। ইমাম
জালালুদ্দীন বকরী শাফেয়ী, পৃঃ২২০
╚►২৮। ইমাম
কাস্তাল্লানী শাফেয়ী, পৃঃ২২২
╚►২৯। ইমাম
ইবনে আরাবী মালেকী,
পৃঃ ২২৪
এমন কি তাদের মডেল
আব্দুল ওয়াহ্হাব
নজদীকে ও
হাম্বলী বলে উল্লেখ
করেছেন তার আল্-
হিত্তাতু ফিস সিহাহিস সিত্তাহ‘র ১৬৭ পৃষ্ঠায়।
ইমাম তাহাবী রহঃ ছিলেন হানাফী রহঃ এর
অনুসারী। এখন আপনি চিন্তার করুন তাদের তুলনায় আপনার এলেম কতটুকু ?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thaks for watching www.sunnihaque.blogspot.com